“স্বেচ্ছাসেবক জনতা, গড়ে তুলো একতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আতিফ আসলাম রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার আলম খান,
সদস্য সচিব কাজী মো. আজম,
পৌর যুবদলের সদস্য সচিব আবু জাফর মূর্ধা,
পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. নোমান ও সাধারণ সম্পাদক সিপন হাওলাদার,
উপজেলা ছাত্রদলের সভাপতি দানেশ চৌধুরী ও সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
নেতাদের বক্তব্য
বক্তারা বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগের অত্যাচারের কারণে প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন সম্ভব হয়নি। আজকের এই আয়োজন প্রমাণ করে স্বেচ্ছাসেবক দল সংগঠিত ও ঐক্যবদ্ধ।”
তারা ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের নেতৃত্বকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং স্বেচ্ছাসেবক দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
–