Crime News tv 24
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বর্ণাঢ্য আয়োজনে ডিমলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

admin
আগস্ট ২০, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

 

নূর মোহাম্মদ সুমন, নিজস্ব প্রতিবেদক:-

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্থানীয় দলীয় নেতারা।

র‌্যালি-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজ, যুগ্ম আহ্বায়ক মুস্তাক হোসেন, সদর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুখলেছুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আরিফ উল ইসলাম লিটন, সহ-সভাপতি আমিনুর রহমান গাজী, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার থেকে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনের নেতাকর্মীরা জনগণের পাশে থেকে নিরলসভাবে কাজ করে আসছে। আমি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।”

পরে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার বিজয় চত্বরে এসে সমাপ্ত হয়।