Crime News tv 24
ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত।

admin
আগস্ট ২০, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

 

বেনাপোল প্রতিনিধিঃ-

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

বুধবার (২০ আগস্ট) বিকেলে বেনাপোল বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি।

র‍্যালিতে নেতৃত্ব দেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম শহিদ ও সদস্য সচিব  ওমর ফারুক, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুর মুফি। এতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন পুরো বাজার।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক  আবু তাহের ভারত, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মেহেরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুসহ বিএনপি ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বর্ণাঢ্য র‍্যালি শেষে নূর শপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার আদায়ে স্বেচ্ছাসেবক দল অতীতে যেমন রাজপথে ছিল, ভবিষ্যতেও তেমনি আন্দোলনের অগ্রভাগে থাকবে।”