Crime News tv 24
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনার পূর্বধলায় কিশোরীকে অপহরণ মামলার আসামি ফয়সাল গ্রেফতার।

সাগর আহমেদ জজ,, নেত্রকোনা প্রতিনিধি:-
আগস্ট ৪, ২০২৫ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের গোপীনাথখিলা গ্রাম থেকে অপহৃত ১৩ বছর বয়সী এক কিশোরীকে রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে উদ্ধার করেছে পূর্বধলা থানা পুলিশ। এ সময় অপহরণের ঘটনায় সরাসরি জড়িত অভিযুক্ত ফয়সাল মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন সকাল ১১টার দিকে ওই কিশোরী নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে কিশোরীর বাবা নেত্রকোণা বিজ্ঞ আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ভালুকগাছি (খামারপাড়া) গ্রামের মোখশেদ আলীর ছেলে ফয়সাল মিয়াকে প্রধান আসামি করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, ফয়সাল মিয়ার সঙ্গে ভিকটিম পরিবারের দূর সম্পর্কের আত্মীয়তার সম্পর্ক ছিল। সেই সূত্রে ফয়সালের পরিবারের সঙ্গে তাদের যোগাযোগ থাকায় তার বাড়িতে যাতায়াত ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে ফয়সাল নানা প্রলোভন ও ফুসলানোর মাধ্যমে কিশোরীকে বাড়ি থেকে নিয়ে যায়।

আদালতের নির্দেশে, গত ৩ জুলাই পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৭/৯(১)/৩০ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

এরপর পুলিশ আধুনিক প্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে গত রবিবার (৩ আগস্ট) রাজশাহীর পুঠিয়া উপজেলার একটি এলাকা থেকে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্ত ফয়সাল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, অপহরণ মামলার তদন্তে তথ্য প্রযুক্তির সহায়তায় কিশোরীকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর আসামি ফয়সাল মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।