গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতি বাসস্ট্যান্ডে অবস্থিত গ্রাম বাংলা হোটেল এন্ড হাইওয়ে রেস্টুরেন্টে আজ এক অস্বাভাবিক দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁড়িয়ে থাকা একটি বাস হঠাৎ নিজে নিজেই চলতে শুরু করে এবং সোজা গিয়ে রেস্টুরেন্টের মূল গেটে আঘাত হানে।
এ ঘটনায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। অল্পের জন্য বেঁচে যান হোটেলের কর্মচারী ও সাধারণ যাত্রীরা। বাসটি কেন হঠাৎ গড়িয়ে চলতে শুরু করল, তা এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ড্রাইভার গাড়ি সঠিকভাবে লক না করায় এটি হতে পারে।
ঘটনার পর স্থানীয়রা দ্রুত বাসটি নিয়ন্ত্রণে আনেন। বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও গেটের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে