খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদীর কুল থেকে ৭০ বছর বয়সের অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
৩ আগস্ট রবিবার ২০২৫ এর সকাল আনুমানিক ৯ টার দিকে স্থানীয় এক নৌকা চালক লাশটি উপজেলার দেবদুয়ার ধরম পীরের মাজারের পাশে কপোতাক্ষ নদীর পশ্চিম কুলে দেখতে পায়।
তিনি পাশে বসবাসরত আবাসনের বাসীন্দাদের লাশের খবরটি জানান। তারা সেখানে যেয়ে লাশটি সনাক্ত করার চেষ্টা করেন।
কিন্তু সেটা বিবস্ত্র অবস্থায় থাকায় তারা সনাক্ত করতে পারেনি বলে জানান। এরপর স্থানীয়রা দুপুর ১২ টার দিকে থানা পুলিশকে সংবাদ দেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান।পরে নৌ-পুলিশকে সংবাদ দিলে তারা এসে লাশ উত্তোলণ করেন। ঘটনা স্থলে পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে থানায় এনে মর্গে পাঠানোর প্রস্তুতি গ্রহণ করেন।
ওসি তদন্ত ইদ্রিসর রহমান ঘটনাস্থলে ছিলেন। এ সময় তার কাছে জানতে চাইলে তিনি বলেন, লাশটির পরিচয় পাওয়া যায়নি।
তবে পাশ্ববর্তী থানা সহ বিভিন্ন স্থানে অবহিত করা হয়েছে। তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।