Crime News tv 24
ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

প্রেসক্লাব গোপালগঞ্জে বিদায় সংবর্ধনায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবিরকে সম্মাননা প্রদান।

Link Copied!

উন্নয়ন কর্মকাণ্ডে আন্তরিকতা ও সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ে প্রশংসিত কর্মকর্তা।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের বিদায় উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।

প্রেসক্লাব গোপালগঞ্জ এর সূত্র জানায়, দায়িত্বকালীন সময়ে মো. গোলাম কবির জেলার প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ডে তার আন্তরিকতা এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বিত সম্পর্ক বজায় রাখার জন্য তিনি প্রশংসিত হয়েছেন।

প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি জুবায়ের আহমেদ বলেন, “দায়িত্ব পালনকালে মো. গোলাম কবির প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করেছেন। তার আন্তরিকতা ও সহযোগিতা আমাদের মনে থাকবে।”

মহাসচিব এস এম সাব্বির বলেন, “প্রেসক্লাব গোপালগঞ্জের যেকোনো উদ্যোগে তিনি সবসময় সহযোগিতা করেছেন। তার বিদায়ে আমরা একজন শুভানুধ্যায়ীকে হারাচ্ছি।”