স্বৈরাচার ও ফ্যাসিবাদ পতনের বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ ই আগস্ট বুড়িচংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখা কর্তৃক আয়োজিত গণ মিছিলের প্রস্তুতি সভা ২ আগস্ট শনিবার অনুষ্ঠিত হয়েছে।
জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফারুক চৌধুরী, কবির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াত আমীর মোঃ তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন বুড়িচং উপজেলা শাখার সেক্রেটারী মোঃ জয়নাল আবেদিন, ষোলোনল ইউনিয়ন আমির সার্জেন্ট( অব:) হাবিবুর রহমান, সেক্রেটারি গোলাম কিবরিয়া, বাকশিমুল ইউনিয়ন আমীর মাওলানা আব্দুর রউফ, রাজাপুর ইউনিয়ন আমীর মাওলানা ইসমাইল হোসেন ও সেক্রেটারি মাওলানা ফখরুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়ন সেক্রেটারি মাস্টার মনিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন পৌর সভাপতি হাফেজ রুহুল আমিন ও সেক্রেটারি জহিরুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ষোলোনল ইউনিয়ন সভাপতি সোলেমান পাটোয়ারী, বাকশিমুল ইউনিয়ন সভাপতি মাওলানা খলিলুর রহমান, রাজাপুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ ইসরাফিল আলম সহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।