ময়মনসিংহে আগামী কাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে ঘিরে সংবাদ সম্মেলন করে ময়মনসিংহ জেলা এনসিপির নেতৃবৃন্দ।
আজ ২৭ জুলাই রবিবার বেলা সাড়ে ১১টার দিকে টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামের সামনে পদযাত্রার বিভিন্ন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের অবহিত করেন নেতারা। এ সময় সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ময়মনসিংহ জেলা সদস্য সচিব আলী হোসেন তাদের শান্তিপূর্ণ পদযাত্রায় জেলার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এই পদযাত্রার মাধ্যমে তারা দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের অধিকারভিত্তিক রাজনীতির পক্ষে সচেতনতা সৃষ্টি করতে চান। তারা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল অংশগ্রহণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।নেতৃবৃন্দ জানায়, কর্মসূচি সোমবার বিকেল ৫টার দিকে জেলা শহরে পদযাত্রা করে শহরের টাউন হলের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হবে।
এ সময় কেন্দ্রীয় নেতাদের ময়মনসিংহে আগমন ও কেন্দ্রীয় কর্মসূচির সার্বিক বিষয় এবং নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে বলে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাহী কমিটির যুগ্ম সদস্য সচিব সাকিবুল হাসান, সদস্য আল মামুন, খলিল শেখ প্রমুখ।
উল্লেখ্য, ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম জানান, ‘সোমবার এনসিপির সমাবেশ ঘিরে অতিরিক্ত ৩০০ থেকে ৩৫০ জন পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া সমাবেশ ঘিরে বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।