নওগাঁর পত্নীতলা সীমান্তে ১৪ বিজিবির বিশেষ অভিযানে ১৭৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়েছে।
রবিবার (২৭ জুলাই) রাত ৪টার দিকে শীতলমাঠ বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আব্দুল খালেকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২৫৪/৩-এস থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে, তেপুকুরিয়া গ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মাদক ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো মালিকবিহীন অবস্থায় ছিল।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন (পিবিজিএম, পিবিজিএমএস) জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক, গরু পাচার, অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।