ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্দোগে
গ্রাম্য পুলিশদের মাঝে বাইসাইকেল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ১১জুলাই দুপুরে উপজেলা হলরুমের সামনে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান
৭৫ জন গ্রাম্য পুলিশদের মাঝে বাইসাইকেল ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন। তিনি বলেন, রাণীশংকৈল উপজেলায় মোট ৮০জন গ্রাম্য পুলিশ আছে। ৫জন নতুন যোগদান করেছেন। তারা পরে বাইসাইকেল পাবে। বাইসাইকেলের সাথে পোশাক, কোমরের বেল, এবং একটি করে ব্যাগ দেওয়া হয়।
গ্রাম্য পুলিশদের যেহেতু রাত্রে পাহাড়া দিতে হয় এর জন্য একটি করে উন্নত টচ লাইট প্রত্যেককে দিবেন বলে নির্বাহী অফিসার জানান।