Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

এলাকাবাসীর গণপিটুনিতে যুবক নিহত।

Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে নিজের মাকে মারধরের ঘটনায় এলাকাবাসীর গণপিটুনিতে বাবু (২৭) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। বুধবার (০৯ জুলাই) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাটের বাঘাইরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত যুবক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে বাবু।

 

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাবু দীর্ঘদিন যাবত মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে তার পরিবারের সাথে প্রায় পারিবারিক কলহ লেগে থাকতো। বুধবার সকালে বাবুর সাথে তার মায়ের কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের মাকে মারধর করেন তিনি। পরে তার মা এলাকার কয়েকজনের কাছে বিচার দেন। পরে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ি ফিরলে এলাকাবাসী তাকে শাসনের আদলে মারধর করে। এতেই ঘটনাস্থলেই মারা যান বাবু।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তার মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ঠ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনাটি পারিবারিক। তবে যেহেতু মারধরের শিকার হয়ে বাবু মারা গেছেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।