চুয়াডাঙ্গার সবার প্রিয় পরিচিত মুখ হাফেজ মামুনুর রশীদ সোহাগ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি কিডনীসহ নানান জটিল রোগে আক্রান্ত হয়ে তার নিজ বাসভবনে গতকাল বুধবার সকাল ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম সোহাগ সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের মাঝের পাড়ার সাবেক ব্যাংকার সোহরাব হোসেন জোয়ার্দ্দার ওরফে কুড়োন জোয়ার্দ্দারের মেজো ছেলে।
কর্মজীবনে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের নোভা ডায়াগনস্টিক সেন্টারের সাবেক সত্ত্বাধীকারী ও সোহাগ ফার্মেসীর মালিক ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।
মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, দুই ছেলে, ভাই আত্মীস্বজনসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।
বড়ছেলে সাফিন নবম শ্রেণীর ছাত্র এবং ছোট্ট ছেলে ছাজিম প্রথম শ্রেণীর ছাত্র।
মরহুম সোহাগের এতো অল্প বয়সে মৃত্যুতে শংকরচন্দ্র ইউনিয়নের মাঝের পাড়া, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম সোহাগের নামাজে জানাজা দুপুর তিনটার দিকে স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।