Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ভালো কাজের স্বীকৃতি পেলেন ডিএসবির এএসআই মোঃ মনিরুল ইসলাম মনির।

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ,জেলা প্রতিনিধি:-
জুলাই ১০, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

ভালো কাজের স্বীকৃতি স্বরূপ গোপালগঞ্জের ডিএসবির এএসআই মোঃ মনিরুল ইসলাম মনির অষ্টমবারের মতো পুরস্কার লাভ করেছেন। ৯ জুলাই ২০২৫ (মঙ্গলবার) গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নিকট থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন।

পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে তিনি এই সম্মান অর্জন করেন। ধারাবাহিকভাবে সাফল্যের মাধ্যমে তিনি গোপালগঞ্জ জেলা পুলিশে একজন নির্ভরযোগ্য ও শ্রদ্ধেয় কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

এএসআই মনিরুল ইসলাম মনির বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। ভবিষ্যতেও দেশ ও জনগণের সেবায় নিজেকে সর্বোচ্চ উৎসর্গ করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকব।”

গোপালগঞ্জ জেলা পুলিশ তার এ সাফল্যে গর্বিত। পুলিশ সুপার মহোদয়ও অনুষ্ঠানে বক্তব্যকালে মনিরুল ইসলামের পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন।