Crime News tv 24
ঢাকাবুধবার , ৯ জুলাই ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট ফকিরহাটে হ্যামকো গ্রুপে ডাকাতি হওয়া কোটি টাকার মালামালসহ ডাকাত আটক-০৯

মহিদুল ইসলাম (শাহীন) খুলনা প্রতিনিধি:-
জুলাই ৯, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন-ওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে র্দুর্ধষ ডাকাতির ঘটনায় লুন্ঠিত কোটি টাকার মালামালসহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনার ৪ দিন পর তথ্য প্রযুক্তির মাধ্যমে চট্রগ্রাম ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ ডাকাতকে গ্রেফতার করা হয়। বুধবার (৯জুন)

দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে গত শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ৮ টার দিকে মূখে মাস্ক পরিহিত ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রতিষ্ঠানে ভেতরে প্রবেশ করে। এসময় ৭ জন নিরাপত্তাকর্মী ও ৪ জন শ্রমিককে বেঁধে রাখে। এরপর তারা গোডাউনে ঢুকে সেখান থেকে এ্যালুমুনিয়াম বার ১৫ টন,তামার তার আড়াই টন এবং বৈদ্যুতিক তার ১ টন মালামাল

দুটি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। এসকল মালামাল ও জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য গুদামজাত করে রাখা হয়েছিল। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে শ্রমিকরা জানান। হ্যামকো গ্রপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো: সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল ৮ টার দিকে নিরাপত্তা কর্মীদের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৮ ঘন্টা অবস্থান করে।

পরে ডাকাতদল ট্রাকে করে ভোর ৪টার দিকে এসব মালামাল ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই ভোর ৫ টার দিকে খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রবিউল ইসলাম শামীমসহ পুলিশের একটি টিম সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছিলেন।