Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাবনার আতাইকুলায় র‌্যাবের অভিযানে ৫৩ হাজার জাল টাকাসহ সংঘবদ্ধ চক্রের সদস্য গ্রেফতার-০৪

ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি:-
জুন ২৪, ২০২৫ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনায় র‌্যাবের অভিযানে ৫৩ হাজার জাল টাকাসহ সংঘবদ্ধ জাল টাকার চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৩ জুন) রাতে পাবনা জেলার আতাইকুলা থানার বহুতিপুর মাজার বটতলা এলাকায় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে সংঘবদ্ধ জাল টাকার চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ সবুজ শেখ (৩২), পিতা- মোঃ রেকাত শেখ, সাং- চরিয়ারপুর, থানা- আতাইকুলা, জেলা- পাবনা।
২. মোঃ সবুজ ফকির (৩৩), পিতা- মোঃ সেলিম ফকির, সাং- কাংলাকান্দা, থানা- আতাইকুলা, জেলা- পাবনা।
৩. মোঃ আতিক মাল্লা (২৩), পিতা- মোঃ আব্দুর রউফ মাল্লা, সাং- যুগবিহার, থানা- আতাইকুলা, জেলা- পাবনা।
৪. শাহিনুল প্রামাণিক (৪০), পিতা- মতিয়ার প্রামাণিক, সাং- দ্বারিয়াধুরকাবাড়া, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫৩ হাজার টাকার জাল নোট, তিনটি মোবাইল ফোন ও ৪ হাজার ৩৯৫ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পাবনা জেলার বিভিন্ন হাট-বাজারে ফল, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের নামে জাল টাকা ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল বলে স্বীকার করেছে।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫(এ)(বি) ধারায় মামলা দায়ের করে পাবনার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।
পাবনার আতাইকুলায় র‌্যাবের অভিযানে ৫৩ হাজার জাল টাকাসহ সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেফতার

ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি

পাবনায় র‌্যাবের অভিযানে ৫৩ হাজার জাল টাকাসহ সংঘবদ্ধ জাল টাকার চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (২৩ জুন) রাতে পাবনা জেলার আতাইকুলা থানার বহুতিপুর মাজার বটতলা এলাকায় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর ইলিয়াস খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে সংঘবদ্ধ জাল টাকার চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
১. মোঃ সবুজ শেখ (৩২), পিতা- মোঃ রেকাত শেখ, সাং- চরিয়ারপুর, থানা- আতাইকুলা, জেলা- পাবনা।
২. মোঃ সবুজ ফকির (৩৩), পিতা- মোঃ সেলিম ফকির, সাং- কাংলাকান্দা, থানা- আতাইকুলা, জেলা- পাবনা।
৩. মোঃ আতিক মাল্লা (২৩), পিতা- মোঃ আব্দুর রউফ মাল্লা, সাং- যুগবিহার, থানা- আতাইকুলা, জেলা- পাবনা।
৪. শাহিনুল প্রামাণিক (৪০), পিতা- মতিয়ার প্রামাণিক, সাং- দ্বারিয়াধুরকাবাড়া, থানা- শাহজাদপুর, জেলা- সিরাজগঞ্জ।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫৩ হাজার টাকার জাল নোট, তিনটি মোবাইল ফোন ও ৪ হাজার ৩৯৫ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পাবনা জেলার বিভিন্ন হাট-বাজারে ফল, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের নামে জাল টাকা ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল বলে স্বীকার করেছে।

আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫(এ)(বি) ধারায় মামলা দায়ের করে পাবনার আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ জানায়, অবৈধ মুদ্রা ব্যবহার, জাল টাকার বিস্তার এবং সাধারণ জনগণের প্রতারণা রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
র‌্যাব-১২ জানায়, অবৈধ মুদ্রা ব্যবহার, জাল টাকার বিস্তার এবং সাধারণ জনগণের প্রতারণা রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।