Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে অস্ত্র, গোলা বারুদ সহ ডাকাত করিম,শরীফ বাহিনীর সহযোগী আটক-০১

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
জুন ২৪, ২০২৫ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড। সোমবার (২৩ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। আটক ব্যক্তির নাম  মো. সোহেল হোসেন মিঠু (৩৭)। তিনি খুলনা জেলার দাকোপ থানার বাসিন্দা। মিডিয়া কর্মকর্তা হারুন-অর-রশীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬টায় সুন্দরবনের শিবসা নদীর আড়ভাওয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকা থেকে একটি একনলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী সোহেল হোসেন মিঠুকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন যাবৎ ডাকাত করিম শরীফের সঙ্গে ডাকাতি এবং ডাকাতদলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহ করে সহযোগিতা করে আসছিলেন। তিনি আরো বলেন, কোস্ট গার্ডের এ ধরনের সাঁড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাতমুক্ত হয়ে উঠছে। এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারিরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন।