Crime News tv 24
ঢাকাশনিবার , ৩১ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে রিজিক রেস্টুরেন্টসহ দুটি প্রতিষ্ঠানে জরিমানা-২২ হাজার টাকা ।

Link Copied!

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকাসহ কয়েকটি হোটেল ও দোকানে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্সের যৌথ বিশেষ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি মামলায় মোট ২২,০০০ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।

৩০ মে দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) মোঃ মামুনুর রশিদ। অভিযানে আরও অংশ নেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা শাখার সহকারী পরিচালক মোঃ আল-আমিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা, সহকারী কমিশনার মোহাম্মদ আবিদ হোসেন এবং বাজার মনিটরিং ও টাস্কফোর্সের জেলা সদস্য সৈয়দ তফজ্জল হোসেন।

অভিযানে শ্রীমঙ্গল ভানুগাছ রোডস্থ ‘রিজিক রেস্টুরেন্ট’-এ অপরিচ্ছন্নতা ও নানা অনিয়মের অভিযোগে ১৫ হাজার টাকা এবং ‘মানিক দেব ট্রেডার্স’-এ ৭ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায়।

এছাড়া আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মসলার বাজার তদারকি, মূল্য নিয়ন্ত্রণ ও ট্রেনের টিকিট কালোবাজারি রোধে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। অভিযানে মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশের একটি টিমও সহযোগিতা করে।