Crime News tv 24
ঢাকাশনিবার , ৩১ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বুড়িচংয়ে বাঁশঝাড় থেকে ১৯৬ কেজি গাজা উদ্ধার।

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:-
মে ৩১, ২০২৫ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লার বুড়িচংয়ে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাত অসমীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার প্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, মাদক ও চোরাচালার বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার মধ্যরাতে বুড়িচং থানার এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ছিনাইয়া গ্রামের মনির হোসেনের বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৬ কেজি গাজা উদ্ধার করে।

পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে এনে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ এই গাঁজা মজুদ করেছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে।