Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আটপাড়া ইউএনও সাংবাদিকদের দেওয়া গোপন তথ্য পাচার।

Link Copied!

নেত্রকোণার আটপাড়ায় গোপন সংবাদের ভিক্তিতে ইউএনও কে আটপাড়া উপজেলার লুনেশ্বর ইউনিয়নের কাউপুর( পূর্বপাড়া) ধলাই নদী হতে ড্রেজারে বালু উত্তোলন করছে এমন সংবাদে তথ্য জানালেও ( তথ্য বিষয়ে জানতে চাইলে)। ইউএনও রুয়েল সাংমা কোন ধরনের ব্যবস্থা না নিয়ে, উল্টো অবৈধ ভাবে ড্রেজারে বালু উত্তোলনকারীদের সাংবাদিকের দেওয়া তথ্য পাচার করে দেন ও সাংবাদিকের নামসহ এতে করে ঐ সাংবাদিকে বিরক্তকর অবস্থায় পড়তে হয়েছিল। এমন ঘটনাটি ঘটে গত ১০ মে রবিবার জানা যায় এর আগেও দুই বার একই স্থানে এই ড্রেজার সাংবাদিকদের তথ্যের ভিক্তিতে বন্ধ করা হয়েছিল।তারপরও এখনো ইউএনও’র সহযোগিতায় আবারও কয়েক দিন ধরে অবৈধ ড্রেজার চলছে। এ বিষয়ে ড্রেজারের সাথে ঐ এলাকার একজনের সম্পৃক্ততা পাওয়া যায় তিনি নেত্রকোণা পৌরসভায় চাকুরীরত গাফফার ওরফে সোহাগ তিনি জানান, ইউএনও কাগজে কলমে অনুমতি না দিতে পারলেও আটপাড়ার কিছু নেতাকর্মীদের সহযোগিতায় ঈদগাঁ মাঠে ড্রেজারের মাধ্যমে নদী হতে বালু উক্তোলন করার মোখিক অনুমতি নেওয়া হয়েছিল।
এ সময় তারা ইউএনর পরামর্শে রাস্তায় পাহাড়া বসায় যেন সাংবাদিক জানতে না পারে, যা গোপন ক্যামেরায় ড্রেজার মালিক পক্ষের বক্তব্য ধরা পরে। তিনি আরও বলেন আপনার আমাদের সাথে যোগাযোগ করার দরকার ছিল। আর একজন সাংবাদিকে ইউএনও’র মোবাইলে কোন সমস্যা করবে না জোরাজুরি করে মেসেজ পাঠানো হয়।
এ দিকে ইউএনও রুয়েল সাংমার
সাথে মুঠোফোনে তথ্য পাচারের বিষয়টি জানতে, চাইলে তিনি স্বীকার করে বলেন, আমাকে তো বলতে হবে, কোথা থেকে ফোন আসছে। আপনার কথা বললে আপনার সমস্যা কি? তখন সাংবাদিকদের নিরাপত্তা হুমকির বিষয়ে কথা বললে তিনি নিজেই নিরাপত্তা হীনতায় আছে বিষয়টি জানান। উল্টো প্রশ্ন করেন উনার নিরাপত্তা কে দিবে?

সাংবাদিক রুবির সাথে কথা বললে তিনি বলেন,
আটপাড়া উপজেলা আচারণের সমস্যা রয়েছে।যেমন উনি সাংবাদিকদের দেখলেই উনার গা জ্বালা করে, আমি নিজেও বেশ কয়েকবার প্রমাণসহ তথ্য দিয়েছি কাজ হওয়ার চেয়ে উনি সাথে সাথে তথ্য পৌঁছে দেয় বাহিরে এতে করে একটা বিভ্রান্তিকর অবস্থায় পড়তে হয়। আমরা নিজেরাও কেউ তথ্য দিলে কখনোই বলি না প্রশাসনের তো আরো গোপন রাখতে হয় ।সেখানে প্রশাসনে এমন ভূমিকা পালন করেন না। উনাকে বেশ কয়েকবার তথ্য দিয়েছিলাম সেটার কোন কাজ করে নাই তারপরে যখন আমি ফেসবুকে পোস্ট দিলাম পরে একদিন উনার অফিসে অন্য কাজে গেলে আমার এক বড় বোনের সামনে উনি আমাকে সাংবাদিকতা দেখে নিবে বলে হুমকি দেয় এবং এর আগে একবার ব্যক্তিগত বিষয় নিয়ে অপমানজনকভাবে কথা বলেছে। যা একজন ইউএনও আচরণে হতে পারে না। এছাড়া বেশ কিছু দুর্নীতি ও রয়েছে যা প্রকাশ পাবে খুব শীঘ্রই। এ বিষয়ে
ডিসি অফিসের
রিবিনিউ জাকারিয়া মুনমুন বলেন, তথ্য কেন পাচার হবে, তথ্য প্রচারের কাজটা ইউএনও ঠিক করেনি। এ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।