Crime News tv 24
ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে২০২৫ সাল উপলক্ষে আলমডাঙ্গা উপজেলায় পল্লী চিকিৎসকদের সমাবেশ।

শিপন বুলবুল খাসকররা প্রতিনিধি:-
মে ১৯, ২০২৫ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার আর এমপি (RMP) ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ২০২৫ সালকে সামনে রেখে এক বর্ণাঢ্য সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সমাবেশে আলমডাঙ্গা উপজেলার প্রতিটি ইউনিয়নের পল্লী চিকিৎসকগণ অংশগ্রহণ করেন।

সমাবেশটি অনুষ্ঠিত হয় আলমডাঙ্গা উপজেলার হাজী মোড়, ডাক্তার লিয়াকত আলী টাওয়ার পঞ্চম তলায় লায়লা কনভেনশন হলরুমে। আর এমপি ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জনাব জাকিরুল ইসলাম, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তাহমিদ জামিল ঔষধ পরিদর্শক চুয়াডাঙ্গা। উদ্বোধক :আলহাজ্ব এম এ গফুর সভাপতি আর এম পি ওয়েলফেয়ার সোসাইটি কেন্দ্রীয় কমিটি। প্রধান আলোচক আলহাজ্ব আমিনুল ইসলাম মহাসচিব আর এমপি ওয়েলফেয়ার সোসাইটি। বিশেষ অতিথি মোঃ মাসুদুর রহমান অফিসার ইনচার্জ আলমডাঙ্গা থানা। জনাব মাসুদুর রহমান সভাপতি বি সি ডি এস চুয়াডাঙ্গা জেলা শাখা।
বিশেষ অতিথি বৃন্দ : মোঃ ফজলুর রহমান সভাপতি আরএমপি ওয়েলফেয়ার চুয়াডাঙ্গা। আলি আকবর আকু সভাপতি বি সি ডি এস আলমডাঙ্গা উপজেলা শাখা। জগলুল রহমান লিটন সহ-সভাপতি আর এম পি ওয়েলফেয়ার সোসাইটি কেন্দ্রীয় কমিটি। মোহাম্মদ হিকমত আলী সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি। মীর আব্দুল আউয়াল লিডু সিনিয়র সভাপতি আর এম পি ওয়েলফেয়ার চুয়াডাঙ্গা শাখা। এম জামশেদ খান সহ-সভাপতি আর এমপি ওয়েলফেয়ার জেলা শাখা। নওশাদুল ইসলাম সাধারণ সম্পাদক আর এমপি ওয়েলফেয়ার চুয়াডাঙ্গা জেলা শাখা। আব্দুল আজিজ সাংগঠনিক সম্পাদক আর এমপি ওয়েলফেয়ার সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা। নাহিদ হাসান সভাপতি আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব। নাজমুল হক শাওন সাধারণ সম্পাদক আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাব। সঞ্চালনায় ,ছিলেন জহুরুল ইসলাম ওল্টু যুগ্ম-আহবায়ক আর এমপি ওয়েলফেয়ার সোসাইটি উপজেলা শাখা। উপস্থাপনায় ছিলেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সদস্য আহবায়ক কমিটি আলমডাঙ্গা উপজেলা শাখা

অনুষ্ঠানে বক্তারা পল্লী চিকিৎসকদের অবদানকে সাধুবাদ জানান এবং তাঁদের প্রশিক্ষণ, সেবার মানোন্নয়ন ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আর এমপি ওয়েলফেয়ার সোসাইটির ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

সমাবেশে বক্তারা আরও জানান, ২০২৫ সালকে ‘সেবার মান উন্নয়নের বছর’ হিসেবে ঘোষণা দিয়ে পল্লী চিকিৎসকদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সনদ প্রদান কার্যক্রম চালু করা হবে।

পল্লী চিকিৎসকগণ তাঁদের বক্তব্যে বলেন, এই ধরনের সমাবেশ তাঁদের মাঝে উৎসাহ জোগায় এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। তাঁরা আর এমপি ওয়েলফেয়ার সোসাইটির এমন উদ্যোগকে স্বাগত জানান।

সমাবেশ শেষে অংশগ্রহণকারী চিকিৎসকদের মাঝে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র বিতরণ করা হয়।