Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দোহার প্রেসক্লাবে মে দিবস পালন: শ্রমিকদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ

দোহার ঢাকা প্রতিনিধি
মে ১, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার দোহারে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান মে দিবস। বৃহস্পতিবার (১ মে) দিনব্যাপী দোহার প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শ্রমিকদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। এই মানবিক উদ্যোগটি গ্রহণ করেন তারেক হোসেন, যা বাস্তবায়ন করে দোহার প্রেসক্লাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মো. নুরুন্নবি, মাহমুদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হান্নান এবং দোহার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ তারেক রাজীব, সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান টিপু, সহ-সভাপতি অলি আহমেদ, সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাঈম মোহাম্মদ তাইমিয়াসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, এমন উদ্যোগ সমাজে শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এ ধরনের আয়োজন শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। মানবিক এ আয়োজনে শ্রমিকরা আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।