Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বটিয়াঘাটায় নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

Link Copied!

খুলনার বটিয়াঘাটায় নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বটিয়াঘাটা সদর ও সুরখালী ইউনিয়নের বারোআড়িয়ার সুন্দরমহল বাজারে ভূমিহীন সংগঠনের নেতৃত্বে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,আঞ্চলিক ভূমিহীন সংগঠনের সভাপতি আবু সাঈদ গাজী ও সাধারণ সম্পাদক মো: জহুর খা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নিজেরা করি সংগঠনের কর্মী মিঠুন চন্দ্র, প্রশান্ত বর্মন, শামীম বিশ্বাস। ভূমিহীন সংগঠনের পক্ষ থেকে র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন , মতলেবুর রহমান, কুতুব গাজী, শিবদাস, কামাল হোসেন, ইকতিয়ার গাজী, রাশিদা বেগম, মমতা মন্ডল, মোনেকা, প্রতিমা মন্ডল, রিনা, রুপা, রিতা, প্রিয়াঙ্কা তমা সহ প্রমুখ।

উল্লেখ্য শ্রমজীবী মানুষের প্রেরণা ও উৎসবের দিন ১ মে। ১৮৮৬ খ্রিষ্টাব্দের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো নগরীর হে মার্কেটে প্রতিদিন ৮ ঘণ্টা কাজের দাবীতে আত্মহুতিদানকারী শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১৮৯০ খ্রিষ্টাব্দ থেকে এই দিবস পালিত হয়ে আসছে। আমেরিকার ফেডারেশন অব লেবার ১৮৮৪ খ্রিষ্টাব্দের ৭ অক্টোবর প্রথম প্রতিদিন আট ঘণ্টা কাজের দাবী তোলে। শ্রমিকরা ১৮৮৬ খ্রিষ্টাব্দের ১ মে ধর্মঘট ডাকে। এ ধর্মঘটে যোগ দেয় ৩ লক্ষ শ্রমিক। সেই থেকে দিবসটি পালন করা হয়।