খুলনার বটিয়াঘাটায় নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার বটিয়াঘাটা সদর ও সুরখালী ইউনিয়নের বারোআড়িয়ার সুন্দরমহল বাজারে ভূমিহীন সংগঠনের নেতৃত্বে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,আঞ্চলিক ভূমিহীন সংগঠনের সভাপতি আবু সাঈদ গাজী ও সাধারণ সম্পাদক মো: জহুর খা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নিজেরা করি সংগঠনের কর্মী মিঠুন চন্দ্র, প্রশান্ত বর্মন, শামীম বিশ্বাস। ভূমিহীন সংগঠনের পক্ষ থেকে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন , মতলেবুর রহমান, কুতুব গাজী, শিবদাস, কামাল হোসেন, ইকতিয়ার গাজী, রাশিদা বেগম, মমতা মন্ডল, মোনেকা, প্রতিমা মন্ডল, রিনা, রুপা, রিতা, প্রিয়াঙ্কা তমা সহ প্রমুখ।
উল্লেখ্য শ্রমজীবী মানুষের প্রেরণা ও উৎসবের দিন ১ মে। ১৮৮৬ খ্রিষ্টাব্দের মে মাসে যুক্তরাষ্ট্রের শিকাগো নগরীর হে মার্কেটে প্রতিদিন ৮ ঘণ্টা কাজের দাবীতে আত্মহুতিদানকারী শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ১৮৯০ খ্রিষ্টাব্দ থেকে এই দিবস পালিত হয়ে আসছে। আমেরিকার ফেডারেশন অব লেবার ১৮৮৪ খ্রিষ্টাব্দের ৭ অক্টোবর প্রথম প্রতিদিন আট ঘণ্টা কাজের দাবী তোলে। শ্রমিকরা ১৮৮৬ খ্রিষ্টাব্দের ১ মে ধর্মঘট ডাকে। এ ধর্মঘটে যোগ দেয় ৩ লক্ষ শ্রমিক। সেই থেকে দিবসটি পালন করা হয়।