Crime News tv 24
ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সোনাদিয়া দ্বীপে ঝাউগাছ কেটে কটেজ নির্মাণ: হুমকীর মুখে দ্বীপ

Link Copied!

প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া দ্বীপ সেন্টমার্টিনের পরের অবস্থান । কিন্তু স্থানীয় ভূমিদস্যুদের কারণে ভয়াবহ পরিবেশগত হুমকির মুখে পড়েছে। দ্বীপটিতে সম্প্রতি বেআইনিভাবে ঝাউগাছ কেটে পর্যটকদের জন্য কটেজ নির্মাণ করা হচ্ছে। একই সঙ্গে দ্বীপের অভ্যন্তরে গড়ে উঠছে মহিষের খামার। যার প্রভাব পড়ছে দ্বীপের মাটি, জীববৈচিত্র্য ও প্ররিবেশে। এটি শুধু পর্যটনকেন্দ্র নয়, এটি একটি জীববৈচিত্র্যপূর্ণ পরিবেশগত সম্পদ। পরিকল্পনাহীন উন্নয়ন ও অনিয়ন্ত্রিত কার্যক্রম অব্যাহত থাকলে দ্বীপের অস্তিত্বই হুমকিতে পড়বে। তাই পরিবেশগত ভারসাম্য রক্ষায় কঠোর সিদ্ধান্ত নেওয়া দাবী জানান এলাকাবাসী।

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পরিবেশকর্মী আ ন ম হাসান বলেন, উক্ত এলাকায় দ্বীপ ধ্বংসযজ্ঞ চলছে, সোনাদিয়ায় ঝাউবনের গভীরে একাধিক কটেজ নির্মাণ করা হচ্ছে বিগত কয়েক বছর ধরে যা কোনো পূর্বানুমতি ছাড়াই গড়ে তোলা হয়েছে। দ্বীপের পশ্চিম ও দক্ষিণ অংশে কটেজ তৈরির জন্য বেপরোয়াভাবে ঝাউগাছ কাটা হচ্ছে, যার ফলে প্রাকৃতিক ঝুঁকি বেড়ে যাচ্ছে। ঝাউগাছ মূলত ভূমিক্ষয় রোধ ও ঘূর্ণিঝড় থেকে দ্বীপ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরো বলেন, এসব কটেজ প্রকল্প দ্বীপের প্ররিবেশ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। ইতোমধ্যে বহু পাখি ও বন্যপ্রাণী তাদের আবাসস্থল হারাচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পর্যটন বিকাশের জন্য একটি সুষ্ট নীতিমালা প্রনয়ন জরুরী ।

দ্বীপের বাসিন্দারা বলছেন, জীবিকার জন্য পর্যটন ও পশুপালন প্রয়োজন, তবে এটি হতে হবে পরিকল্পিতভাবে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাতে অপ্রয়োজনীয় গাছ নিধন ও ভূমি ধ্বংস বন্ধ হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হেদায়েত উল্লাহ বলেন, বিষয়টি আমিও শুনেছি, অনেকদিন আগে ঝাউ গাছগুলো কাটা হয়েছে। এই বিষয়ে বন বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।