Crime News tv 24
ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

কুয়েতে ও বিদেশে দরিদ্রদের জন্য ইফতার আয়োজন করছে

admin
মার্চ ১৯, ২০২৫ ৩:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-

কুয়েতের বায়তুজ জাকাত ঘোষণা করেছে যে, তারা প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে কুয়েত ও বিশ্বের বিভিন্ন দেশে দরিদ্র ও অভাবীদের জন্য ইফতার আয়োজন করছে। এই মহতী উদ্যোগ কুয়েতের দানশীল জনগণের অনুদানে ১৯৮৩ সাল থেকে অব্যাহত রয়েছে।

বায়তুজ জাকাত-এর স্থানীয় প্রকল্প ও সংস্থাগুলোর ব্যবস্থাপনা পরিচালক রাদান আল-হাজরি এক সংবাদ বিবৃতিতে জানান, কুয়েতের বিভিন্ন প্রদেশে মোট ১৭টি স্থানে প্রতিদিন ইফতার সরবরাহ করা হবে। প্রতিদিন প্রায় ৭৫০০ খাবারের প্যাকেট বিতরণ করা হবে, যা স্বাস্থ্যকর ও পুষ্টিকর উপাদানে প্রস্তুত এবং কুয়েতের খাদ্য ও পুষ্টি কর্তৃপক্ষের সর্বশেষ স্বাস্থ্যবিধি অনুযায়ী মানসম্মত হবে।

তিনি আরও বলেন, এ উদ্যোগ কুয়েতের জনগণের দানশীলতা ও মানবসেবার প্রতিচ্ছবি, যা সমাজের দুঃস্থ মানুষদের প্রতি তাদের ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক।