এইচ এম এরশাদ আন্তর্জাতিক সংবাদদাতা:-
কুয়েতের বায়তুজ জাকাত ঘোষণা করেছে যে, তারা প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে কুয়েত ও বিশ্বের বিভিন্ন দেশে দরিদ্র ও অভাবীদের জন্য ইফতার আয়োজন করছে। এই মহতী উদ্যোগ কুয়েতের দানশীল জনগণের অনুদানে ১৯৮৩ সাল থেকে অব্যাহত রয়েছে।
বায়তুজ জাকাত-এর স্থানীয় প্রকল্প ও সংস্থাগুলোর ব্যবস্থাপনা পরিচালক রাদান আল-হাজরি এক সংবাদ বিবৃতিতে জানান, কুয়েতের বিভিন্ন প্রদেশে মোট ১৭টি স্থানে প্রতিদিন ইফতার সরবরাহ করা হবে। প্রতিদিন প্রায় ৭৫০০ খাবারের প্যাকেট বিতরণ করা হবে, যা স্বাস্থ্যকর ও পুষ্টিকর উপাদানে প্রস্তুত এবং কুয়েতের খাদ্য ও পুষ্টি কর্তৃপক্ষের সর্বশেষ স্বাস্থ্যবিধি অনুযায়ী মানসম্মত হবে।
তিনি আরও বলেন, এ উদ্যোগ কুয়েতের জনগণের দানশীলতা ও মানবসেবার প্রতিচ্ছবি, যা সমাজের দুঃস্থ মানুষদের প্রতি তাদের ভালোবাসা ও সহমর্মিতার প্রতীক।