বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী হামাদাহ আজ (রবিবার) বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশে কুয়েত দূতাবাস এক বিবৃতিতে জানায়, বৈঠকে উভয় পক্ষ বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও শ্রম খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করেন।
রাষ্ট্রদূত আলী হামাদাহ কুয়েতের পক্ষ থেকে বাংলাদেশ ও এর অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন প্রচেষ্টার প্রতি সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে কুয়েতের পাশে থাকার আশ্বাস দেন