মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ কর্তৃক ফুলবাড়ীয়া থানাধীন ভালুকজান মাছের আড়ৎ এর সামনে মাদক বিরোধী ঋঅভিযান পরিচালনা করে কোতোয়ালী থানার ১০ নং দাপুনিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড গোষ্টা শস্যমালা (কানাপাড়া) এলাকার আবুল কাশেমের ছেলে মোঃ ফরহাদ আলীকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি মোবাইল সেটসহ গ্রেফতার করা হয়। অতঃপর উপ পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফুলবাড়ীয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।