Crime News tv 24
ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে আটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম রাহাপাড়া এলাকায় গলাকাটা অবস্থায় এক অটো চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টার পর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত
অটো চালক জামালপুর মেলান্দহ থানার উখরাদার গ্রামের আব্দুল বারেকের ছেলে হাবিবুর রহমান (৪২)। তিনি পূবাইল থানাধীন মেঘডুবি জিয়ার বাড়িতে ভাড়া থেকে ব্যাটারিচালিত অটো রিকশা চালাতেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকাল পৌনে ১০ টার দিকে পূর্ব ধীরাশ্রম রাহাপাড়া আলী হাজির বাড়ির পাশে গলাকাটা মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে লোকজন সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করে। ধারণা করা হচ্ছে অটো রিকশা ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল বলেন, স্থানীয়দের দেওয়া সংবাদ পেয়ে একটি মরদেহ উদ্ধার করা হয়। তার পরিচয় শনাক্ত করা গেছে। মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। কাটার দিয়ে গলা কাটা হয়েছে। সে আটো চালাতেন। ধারণা করা হচ্ছে, আটো ছিনতাই জনিত কোনো কারণে এমন ঘটনা ঘটেছে।

এসংক্রান্তে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর জোনের সহকারী পুলিশ কমিশনার দ্বীন-ই-আলম জানান, উনি তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ ম্যাডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই হত্যায় জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।