যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । দিবসটি পালনের সকল দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, উপস্থিত সকলকে সঙ্গে নিয়ে সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসটির কর্মসূচী শুরু হয়। পরে রাষ্ট্রদূত এর নেতৃত্বে দূতাবাস প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে উপস্থিত সকলে পুষ্পস্তবক অর্পণ করেন ও ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের দুই কর্মকর্তাবৃন্দ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রেরিত দুইটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে
এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।