পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ১০ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিগত খুনি হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে ক্ষমতার অপব্যবহার করে শতকোটি কালো টাকার মালিক বনে গেছেন, স্থানীয় সাধারণ মানুষের সাথে কথা বলে জানাযায় বিগত আওয়ামিলীগ সরকারের আমলে ভূমি অধিদপ্তর থেকে জরিপ করার জন্য কার্যক্রম শুরু করেন জরিপ অধিদপ্তর কিন্তু কিছুদিন জরিপ চলার পড়ে এই চেয়ারম্যান নামে বেনামি অনেক জমি ক্রয় করেন যার অনেক জমির কাগজপত্র করেননি তাই জরিপ চলমান থাকলে তার কালো টাকার তথ্য বেড়িয়ে আসবে যার কারনে বন্ধ করে দেন জরিপ করার কার্যক্রম এতে সুবিধা হোন চেয়ারম্যান আর ভোগান্তিতে পরেছেন সাধারণ মানুষ, অন্যদিকে সরকারি খাল দখল করে বানিয়েছেন বসতি স্থাপনা দোকান বাসা তৈরি করেছেন, এসকল অবৈধ সায় সম্পত্তি দেখাশোনা করার জন্য তৈরি করেছেন একদল সন্ত্রাসী বাহিনী যারা চেয়ারম্যান এর ছত্রছায়ায় থেকে করেছেন সাধারণ মানুষের সাথে চাঁদাবাজি ভূমি দখল সহ নানান অপকর্ম,বিগত ০৫,০৮,২০২৪ ইংরেজি তারিখ যখন ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে যায় তাদের নৌকার পাল তারাই সাথে পালিয়ে যায় এইসকল দুর্নীতিবাজ অপরাধী চেয়ারম্যান গং, যেমন হাসিনা পালিয়ে যাওয়ার সময় নিতে পারেননি কোন সফর সঙ্গী তেমনি এই চেয়ারম্যান নিয়ে যেতে পারেননি তার তৈরি করা সন্ত্রাসী বাহিনী, তাই ০৫,০৮,২০২৪ ইং তাং এর পরে থেকে বেড়েছে ডাকাতি ছিনতাই রাহাজানি, যে কথা মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ নিজেই বলেছেন, এখন সাধারণ মানুষের একটি দাবি এই দুর্নীতিবাজ চেয়ারম্যান কে ও তার সাথের সন্ত্রাসী বাহিনী কে যেনো বর্তমান অপারেশন ডেভিল হান্ট পরিচালনা যৌথ বাহিনী গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করান তাহলে শান্তির নিশ্বাস নিতে পারবেন ইউনিয়নের সাধারণ মানুষ, আজ এ-ই পরযন্ত চোখ রাখুন জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার পাতায় আগামী পর্বে নিয়ে আসবো বিস্তারিত ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।