নীলফামারীর ডিমলায় চলন্ত মোটর সাইকেলের পিছন থেকে পড়ে গিয়ে আনজুয়ারা ( ৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, গত রবিবার ডিমলা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়া গ্রামের মইনুদ্দিনের স্ত্রী আনজুয়ারা বেগম তার ছোট ভাই হাবিবুর রহমান কে নিয়ে তার নিকট আত্মীয়র মৃত্যু হলে পার্শ্ববর্তী উপজেলা ডোমার সদরে যান। সেেখানে আত্মীয়র দাফন শেষে নিজ বাড়িতে ফেরার সময় বিকেল ৫ টার দিক ডিমলা সরকারি পল্লীটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর সামনে পৌছিলে মোটর সাইকেলের পিছন থেকে আনজুয়ারা বেগম পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয় । তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।