গত ৮ ফেব্রুয়ারি শনিবার বিকালে ফজলুর রহমান মেমোরিয়্যল কলেজ অব টেকনোলজি মিলনায়তনে বুড়িচং কালচারাল একাডেমির শুভ উদ্বোধন ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুড়িচং কালচারাল একাডেমির চেয়ারম্যান মাওলানা মোঃ জাকারিয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন কুমিল্লা জেলা উত্তর সভাপতি অধ্যাপক মোঃ আবদুল আউয়াল, বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল হক, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম।
বুড়িচং কালচারাল একাডেমির পরিচালক মোঃ জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনাইটেড স্কুল এন্ড কলেজের ইনচার্জ মোঃ তাজুল ইসলাম, ফজলুর রহমান মেমোরিয়্যাল কলেজ অব টেকনোলজির সহকারী অধ্যাপক মোঃ মনিরুল ইসলাম, জগতপুর এডিএইচ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ শরিফুল্লাহ খান, শ্রীপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ইংরেজি প্রভাষক মোঃ আসাদুজ্জামান, মানবতার বুড়িচং’র সেক্রেটারী মহিউদ্দিন সবুজ, রাজাপুর এসএম চৌধুরী আদর্শ দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ তারেকুল ইসলাম প্রমুখ। পরে সুরের ছোঁয়া শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।