Crime News tv 24
ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরের পূবাইলে ঐক্য, শান্তি ও সমৃদ্ধি দলের সমর্থীত মহাসমাবেশে অনুষ্ঠিত ।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি)
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের তালটিয়া ও হারবাইদ উপ-ধর্মপল্লীর সদস্য ও সদস্যাদের নিয়ে হাউজিং সোসাইটির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৮ই ফেব্রুয়ারী ২০২৫ খ্রিষ্টাব্দে হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে #প্রতাপ_ডিউক_পেপিলন_জেমস_ইউজিন পরিষদকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয় । বুধবার (৫ই ফেব্রুয়ারি ২০২৫ ইং) দুপুর ১২টা ৩০ মিনিটে উক্ত মহাসমাবেশ অনুষ্ঠিত হয় । তালটিয়া ও হারবাইদ উপ-ধর্মপল্লীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অমল ক্রোশ (বাবলু) এর সভাপতিত্বে এবং মি. তাপস এস কস্তার সঞ্চালনায় উক্ত মহাসমাবেশে বক্তব্য রাখেন মি.অরুন ডি কস্তা,উপদেষ্টা তালটিয়া ও হারবাইদ উপ-ধর্মপল্লীর নির্বাচন পরিচালনা কমিটি,জেমস ডি রোজারিও ,পরিচালক অর্থ ও প্রশাসন পদপ্রার্থী, ইউজিন কোড়াইয়া, ট্রেজারার পদপ্রার্থী, সুজয় পিউরিফিকেশন ,সদস্য পদপ্রার্থী, লিংকার্স রোজারিও,সদস্য পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা সেন্টু পলমা, শিপ্রা রোজারিও সহ আরো অনেকে বক্তব্য রাখেন । উক্ত মহাসমাবেশের শেষে প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা
হয় ।