গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪২ নং ওয়ার্ডের তালটিয়া ও হারবাইদ উপ-ধর্মপল্লীর সদস্য ও সদস্যাদের নিয়ে হাউজিং সোসাইটির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৮ই ফেব্রুয়ারী ২০২৫ খ্রিষ্টাব্দে হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটি নির্বাচনে #প্রতাপ_ডিউক_পেপিলন_জেমস_ইউজিন পরিষদকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করতে মহাসমাবেশ অনুষ্ঠিত হয় । বুধবার (৫ই ফেব্রুয়ারি ২০২৫ ইং) দুপুর ১২টা ৩০ মিনিটে উক্ত মহাসমাবেশ অনুষ্ঠিত হয় । তালটিয়া ও হারবাইদ উপ-ধর্মপল্লীর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অমল ক্রোশ (বাবলু) এর সভাপতিত্বে এবং মি. তাপস এস কস্তার সঞ্চালনায় উক্ত মহাসমাবেশে বক্তব্য রাখেন মি.অরুন ডি কস্তা,উপদেষ্টা তালটিয়া ও হারবাইদ উপ-ধর্মপল্লীর নির্বাচন পরিচালনা কমিটি,জেমস ডি রোজারিও ,পরিচালক অর্থ ও প্রশাসন পদপ্রার্থী, ইউজিন কোড়াইয়া, ট্রেজারার পদপ্রার্থী, সুজয় পিউরিফিকেশন ,সদস্য পদপ্রার্থী, লিংকার্স রোজারিও,সদস্য পদপ্রার্থী, বীর মুক্তিযোদ্ধা সেন্টু পলমা, শিপ্রা রোজারিও সহ আরো অনেকে বক্তব্য রাখেন । উক্ত মহাসমাবেশের শেষে প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং সকলের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা
হয় ।