Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৩০ জানুয়ারি ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

যশোর শার্শা সীমান্তে ৯ কোটি টাকার হীরার গহনাসহ আটক-০১

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
জানুয়ারি ৩০, ২০২৫ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

৩০/০১/২৫রোজ বৃহস্পতিবার ভ্যানচালকের কাছ থেকে পাওয়া গেছে ২১০ গ্রাম ওজনের হীরার সাতটি আংটি, দুটি পায়েল, ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল উদ্ধার করা হয়। যশোরের শার্শার পাঁচভূলাট সীমান্তে অভিযান চালিয়ে ৯ কোটি ৬০ লাখ টাকা মূল্যের হীরার গয়নাসহ এক ভ্যানচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তার কাছ থেকে ২১০ গ্রাম ওজনের হীরার সাতটি আংটি, দুটি পায়েল, ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যান জব্দ করা হয়।

বুধবার (২৯ জানুয়ারি) রাতে শার্শার পাচভুলোট সীমান্ত থেকে এসব গহনা জব্দ ও হাফিজুর নামে পাচারকারীকে আটক করা হয়।আটক হাফিজুর (৫৩) শার্শা উপজেলার পাঁচভুলোট গ্রামের বাসিন্দা।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খুরশীদ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় সীমান্ত পিলার থেকে এক কিলোমিটার দেশের অভ্যন্তরে পাঁচভুলোট গ্রামের বদিপাড়া রাস্তার পাশে কৌশলে অবস্থান নেয় বিজিবি টহল দল।

তিনি আরও জানান, ওই সময় পাঁচভুলোট অভিমুখে ব্যাটারিচালিত ভ্যানে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি সদস্যরা হাফিজুরকে তল্লাশি করে তার কোমরে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ২১০ গ্রাম ওজনের হীরার সাতটি আংটি, দুটি পায়েল, একটি ব্রেসলেট, তিনটি বালা ও ১২টি নাকফুল পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা। ভ্যানটিসহ এসব মালামাল জব্দ করা হয়েছে। হাফিজুরকে আটক করা হয়েছে।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১