নিজস্ব প্রতিবেদক:-
আগামী ২৪ জানুয়ারি, শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন হৃদয়ে পতাকা ২ মার্চ এর একযুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জেএসডি’র সিনিয়র সহ-সভাপতি মিসেস তানিয়া রব। সংগঠনের প্রধান উপদেষ্টা এস এম শামসুল আলম নিক্সন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো জাহাঙ্গীর আলমসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও আরও উপস্থিত থাকবেন শীর্ষ রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, সংগঠনের সভাপতি লেখক ও কবি শাহানা সুলতানা। সঞ্চালনা করবেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠান সফল করার জন্য সংগঠনের নেতৃবৃন্দসহ সবাইকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।