২০২৪ইং সালকে বিদায় জানিয়ে ২০২৫ইং সালকে স্বাগত জানানোর মধ্য দিয়ে ৫নং আখাইলকুড়া ইউনিয়ন বাসিকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নের কৃতি সন্তান ৩নং ওয়াড এর মেম্বার পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম খোকন ।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন নতুন বছরের নতুন সূর্য বয়ে আনুক আপনার জীবনে নতুন আনন্দে নতুন বছরের নতুন আলো জীবন হোক সবার ধন্য নতুন বছরের নতুন আশা সবাই মিলে বাধো সুখের বাসা। তিনি আরো বলেন, 'নতুন বছরের শুভেচ্ছা চলে যাওয়া মানে ফুরিয়ে যাওয়া না, বছর শেষে এই উপলদ্ধি আমার মনে।
আর একটি নতুন বছর শুরু হলো জীবনের, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা, কি পেয়েছি কি হারিয়েছি হিসেব করাটা অমূলক কেবল বলবো আসে দিন ভালো। বছর জুড়ে নানান ঘটনা অঘটনা দিয়েই পার করতে হয় এইটা জীবন।
তবুও নতুন আশা নিয়ে নতুন ভাবনা নিয়ে মানুষ বেঁচে থাকে এগিয়ে চলে সামনের পথ, আমিও চলবো সেই আলোরবিন্দুকে টার্গেট করে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
বিগত বছরের ভুলগুলো সংশোধন করে পরিবার নিয়ে ভালো থাকবেন এই প্রত্যাশা, ২০২৫ইং সাল সবার জীবন ভালো কাটুক এটাই প্রত্যাশা ।