নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:-
নওগাঁ জেলার সীমান্তে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর,হাঁপানিয়া ও করমুডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় মহিষ ও গরু আটক করেছেন। ৩১শে ডিসেম্বর নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অন্তর্গত নিতপুর,হাপানিয়া ও করমুডাংগা বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় মহিষ ও গরু বড়ো চোরাচালান করার পরিকল্পনা করছে এই মর্মে অত্র ব্যাটালিয়নের কাছে একটি গোয়েন্দা তথ্য আসে।এই তথ্যের ভিত্তিতে ১৬বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান, পিপিএম, পিএসসি এর দিক নির্দেশনায় অনুযায়ী সারারাত অভিযান পরিচালনা করেন এবং বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্তের মেইন পিলার ২২৯/৩ এস হতে ২৩১/১০-এস এর মধ্যে ভারতীয় মহিষ১৩টি ও ৫টি গরু আটক করা হয়। এসময় বিজিবি'র উপস্থিতি টের পেয়ে আটককৃত মহিষ ও গরুর মূল মালিক গুলো পালিয়ে যায়। আটককৃত মহিষ ও গরু পত্নীতলা শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা প্রক্রিয়াধীন রয়েছে বলেও সংশ্লিষ্টরা জানান।