Ultimate magazine theme for WordPress.

শার্শায় আট দলীয় ফুটবল টুর্নামেন্টে নায়ড়া চাম্পিয়ন

0
৬৩৯ Views

 

আল মামুন যশোর জেলা প্রতিনিধিঃ

শার্শার বাগআঁচড়া সোনাতনকাঠিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে বাগআঁচড়া সোনাতনকাঠি হাইস্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুুষ্ঠিত হয়।

সোনাতনকাঠি ও বাগআঁচড়া যুবলীগের আয়োজনে অনুুষ্ঠিত খেলায় ট্রাইব্রেকারে নায়ড়া ফুটবল একাদশ সেতাই ফুটবল একাদশকে হারিয়ে চাম্পিয়ন হয়।

জাঁকজমকপূর্ণ ও মাঠ ভর্তি দর্শকের উপস্হিতিতে অনুুষ্ঠিত খেলায় প্রথম ৯০ মিনিটে দু’দল ১-১ গোলে সমতা থাকায় খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইবেকারে নায়ড়া ফুটবল একাদশ ৪-৩ গোলে সেতাই ফুটবল একাদশকে হারিয়ে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন নায়ড়া ফুটবল একাদশের গোলরক্ষক আশিকুর রহমান।

Leave A Reply

Your email address will not be published.