Logo
প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ৪:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৪, ৫:১৫ অপরাহ্ণ

চিলমারীতে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত রুবেল মিয়া, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে শরিফের হাট এস. পি .এল সিজন -৫ এর শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শরীফের হাট উদ্যমী সংগঠনের আয়োজনে শরীফের এম ইউ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।উক্ত টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ নেয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন দ্যা হান্ডারস ক্রিকেট একাদশ বনাম পাওয়ার হিডারস ক্রিকেট একাদশ মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। রাত ৮টায় শুরু হয় খেলা। টসে জিতে দ্যা হান্ডারস ক্রিকেট একাদশ নামক দলটি বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। আর ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১২ ওভারে পাওয়ার হিডারস ক্রিকেট একাদশ ১০১ রানের টার্গেট দেয় দ্যা হান্ডারস ক্রিকেট টিমকে। নির্ধারিত ওভারে ৭ বল বাকী রেখে বিজয় লাভ করেন, দ্যা হান্ডারস ক্রিকেট একাদশ । খেলায় বিজয়ী দলের ব্যাটসম্যান বাঁধন ৪৮ রান নিয়ে ম্যান অব দ্যা ম্যাচ হন। উক্ত খেলায শেষে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রউফ এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিলমারী উপজেলা শাখার আহ্বায়ক মোঃ জোবাইদুল ইসলাম সুইট, রমনা ইউনিয়ন শাখা সভাপতি মোঃ আব্দুল মোতালেব উপস্থিত ছিলেন। পরে আলোচনা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।আয়োজকরা জানান, ৪ বছর ধরে ধারাবাহিকভাবে এ ক্রিকেট খেলার আয়োজন করা হচ্ছে। এবারে ৫ম শরীফের হাট এস.পি .এল শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর শুরুটা হয় গত ১০ ডিসেম্বর রাতে। মোট ৬টি দল খেলায় অংশগ্রহণ করে।প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়।