Ultimate magazine theme for WordPress.

পৃথিবীর কিছু অজানা কাহিনী যা আমরা অনেকেই জানিনা।

0
২৩৪ Views

হুমায়ুন আহমেদ

ষ্টাফ রিপোটার

আপনি কোথায়?
উত্তর: বাংলাদেশে।
 বাংলাদেশ কোথায়?
উত্তর: এশিয়াতে ।।
 এশিয়া কোথায়?
উত্তর: ৭৯২৬ মাইল ব্যাসের পৃথিবীতে ।।
 পৃথিবী কোথায়?
উত্তর: ৩০০কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে ।।
 সৌরজগৎ কোথায়?
উত্তর: এক হাজার কোটি সৌরজগৎ নিয়ে গঠিত ৫.৭ট্রিলিয়ন বা ৫৭০,০০,০০,০০,০০
,০০,০০,০০০ মাইল ব্যাপী মিল্কিওয়ে নামক গ্যালাক্সিতে ।।
 এই মিল্কিওয়ে গ্যালাক্সি কোথায়?
উত্তর: এরকম কয়েকশো থেকে কয়েক হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত ৪বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা ৪০০,০০,০০,০০,০০
,০০,০০,০০,০০,০০০মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে!!
 গ্যালাক্সি ক্লাস্টারটা আবার কোথায়?
উত্তর: এরকম অনেক গুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে ।।
 এই সুপার ক্লাস্টার আবার কোথায়?
উত্তর: অনেক গুলো সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার সুপার ক্লাস্টারে ।।
 সেটা আবার কোথায়?
উত্তর: অনেকগুলো সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এভাবে চলতেই থাকবে… চলতেই থাকবে…!!!
 এটাই কি মহা-বিশ্বের পরিসীমা?
উত্তর: মোটেই না! মাত্র .০১%বলা হয়েছে; বাকি ৯৯.৯৯%বিজ্ঞানীরা চিন্তাও করতে পারছেনা…!!!
সূএ : American NASA…..
“”” আর এ সকল কিছুই রয়েছে আল্লাহ্ তায়ালার আরশের নিছে। সেই আল্লাহ্ কত বড়????
কোরআনে আছে প্রথম আসমান থেকে ২য় আসমানের দুরুত্ত ৫০০ বছরের রাস্তা। তাহলে মহান আল্লাহপাক আছেন আরশে আজিমে ৭ম আসমানের উপরে, মানে মাটি থেকে ৩৫০০ বছরের রাস্তা হলো ৭ম আসলাম তারপর আল্লাহ পাকের আরশে আজিম। আর ৭ম আসমান থেকে আল্লাহপাকের আরশ কত দুরে এটা মহান আল্লাহ ছাড়া জিবরাইল আঃ তো দুরে কথা কোন ফেরেশতাও জানে না ।।
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠّﻪِ ﺍﻟﺮَّﺣْﻤـَﻦِ ﺍﻟﺮَّﺣِﻴﻢِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু ।।
ﻗُﻞْ ﻫُﻮَ ﺍﻟﻠَّﻪُ ﺃَﺣَﺪ
ٌ বলুন, তিনি আল্লাহ, এক,
ﺍﻟﻠَّﻪُ ﺍﻟﺼَّﻤَﺪ
ُ আল্লাহ অমুখাপেক্ষী,
ﻟَﻢْ ﻳَﻠِﺪْ ﻭَﻟَﻢْ ﻳُﻮﻟَﺪْ
‘তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি’
ﻭَﻟَﻢْ ﻳَﻜُﻦ ﻟَّﻪُ ﻛُﻔُﻮًﺍ ﺃَﺣَﺪٌ
এবং তার সমতুল্য কেউ নেই।
[ সুরা এখলাস ১ – ৪ ]
আমরা আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি ।।
আমাদের অপরাধ সমূহ আল্লাহ্ মাপ করুন।
আমাদের জান্নাতের উপযোগী করে মরন দিয়েন, এই প্রার্থনা রব তোমার কাছে।

Leave A Reply

Your email address will not be published.