Ultimate magazine theme for WordPress.

মিনা মূল্যে রক্ত দান করলেন সাংবাদিক ফেরদৌস মোল্লা।

0
৪১ Views

পিরোজপুর জেলা প্রতিনিধি মো ফেরদৌস মোল্লাঃ-

মহামারী করোনা ভাইরাসের কারনে যখন মানুষ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে তখন মানবতার ডাকে সারা দিয়ে এক রক্তশূন্যাতা মায়ের মুখে হাসি ফোটাতে নিজের মূল্যবান রক্ত (B+)ডোনেট করলো সাংবাদিক ফেরদৌস মোল্লা।
তিনি বলেন সেইফ ব্লাড ডোনেট সোসাইটিকে আন্তরিক দোয়া ও শুভ কামনা করছি,এবং সর্বদা সংগঠনের সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
জয় হোক মানবতার!
আসুন রক্ত দান করি জীবন বাঁচাই, আপনার রক্ত দানে বাচতে পারে একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে সেইফ ব্লাড ডোনেট সোসাইটি সংগঠনটি এগিয়ে চলছে।
সাংবাদিক ফেরদৌস মোল্লা রক্তদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সানোয়ার হোসেন, ফয়সাল, রানা প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.