একটা নতুন ফুলের কলি
যেমন করে হাসে ,
একটা শিশু তেমন করে
মা'কে ভালোবাসে ।
অন্ধকার রাতের পরে
সূর্য যেমন হাসে ,
চাঁদের পাশে ছোট্ট তাঁরা
তেমন করে ভাসে ।
পুকুর জলে শাপলা যেমন
ঢেউ খেলিয়ে ভাসে ,
হেমন্তের ঐ শিশির বিন্দু
তেমনি সবুজ ঘাসে।
এমন করে হাসতো যদি
পথের দূর্বা ঘাস ,
বাংলাদেশে থাকতো সদা
সুখের বারোমাস ।