ময়মনসিংহ নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এর অভিযানে মাদক সম্রাজ্ঞী দুখিনীর বোন কমলা ও ভাগিনা হুমায়ুন নেশা জাতীয় ইনজেকশন সহ ২ জনকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ ক সার্কেল এর একটি টিম কোতোয়ালী মডেল থানাধীন গন্দ্রপা উত্তর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে হুমায়ুন কবির শাহিন ও কমলা বেগম নামের ০২ জন মাদক ব্যবসায়ীকে হাইড্রোক্লোরাইডযুক্ত কুপিজেসিক ইনজেকশন ১০ এ্যাম্পুল, ডায়াজিপাম যুক্ত ইজিয়াম ইঞ্জেকশন ২৫ এ্যাম্পুল, এমারিন ইনজেকশন ২৫ এ্যাম্পুল ও ০১ টি মোবাইল সেট সহ আজ ১৬ নভেম্বর রবিবার গ্রেফতার করেছে।পরবর্তীতে উপপরিদর্শক মোঃ আল মাসুদ বাদী হয়ে ০২ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।