ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সম্মেলন আজ ১৬ নভেম্বর রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।
তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে ছাত্রদের ভূমিকা শীর্ষক এ সম্মেলনের আয়োজন করে হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় ছাত্র ফোরাম।
হেযবুত তওহীদ ছাত্র ফোরামের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শাকিল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি রাদউল ইসলাম।
সামিয়া আক্তার ডলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি এনামুল হক বাপ্পা, বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার, ময়মনসিংহ জেলা সভাপতি বাচ্চু মিয়া,ছাত্র ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিফতা উল জান্নাত,কিশোরগঞ্জ জেলা সভাপতি মাআজ বিন জসিম, নেত্রকোনা জেলা সভাপতি রবিউল আলম তারেক,ময়মনসিংহ জেলা সভাপতি নুূর হাসান, সাধারণ সম্পাদক,সিনথিয়া আফরৌজ।শেরপুর জেলা সভাপতি আব্দুল মতিন,সদস্য সচিব সাকিবুল হাসান সিহাব,জামালপুর জেলা সভাপতি জুবায়ের মল্লিক রাব্বি প্রমূখ।
ময়মনসিংহ বিভাগীয় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভিন্ন পযার্য়ের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।