আকিমুল ইসলাম স্টাফ রিপোর্টার:-
নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মাঝেও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-১ আসনের মনোনীত প্রার্থী মো: শরীফুজ্জামান শরীফ গতকাল রেড ক্রিসেন্ট সোসাইটির মতো মানবিক সংস্থার পক্ষ থেকে সম্মান গ্রহণ করলেন। রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত কমিটি তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
এই শুভেচ্ছা জ্ঞাপনকালে মো: শরীফুজ্জামান শরীফ রেড ক্রিসেন্টের কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁদের নিঃস্বার্থ মানবসেবার প্রশংসা করেন। রেড ক্রিসেন্ট কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মো: শরীফুজ্জামান শরীফ বলেন, ‘রেড ক্রিসেন্ট সোসাইটি হলো মানবতার সেবার এক উজ্জ্বল প্রতীক। আপনারা যেকোনো দুর্যোগে, রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ান। আপনাদের এই নিঃস্বার্থ সেবার মানসিকতা দেখে আমি গভীরভাবে অনুপ্রাণিত। আমি বিশ্বাস করি, রাজনীতি কেবল ক্ষমতা বা দলীয় প্রতীক নিয়ে নয়, এটি মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোরও একটি প্ল্যাটফর্ম।’
তিনি আরও বলেন, ‘আজ আপনারা আমাকে যে সম্মান ও ভালোবাসা দিলেন, আমি তা সাদরে গ্রহণ করলাম। আপনাদের এই মানবসেবার ব্রতকে আমি স্যালুট জানাই। আমিও ওয়াদা করছি—আমার সাধ্যের মধ্যে সবসময় আপনাদের পাশে থাকব। আমাদের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখায় মানবিক সমাজ গঠন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ নজর দেওয়া হয়েছে। আমি নির্বাচিত হলে, আপনাদের মতো মানবিক প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করব, যাতে চুয়াডাঙ্গার মানুষ শান্তিতে থাকতে পারে। আপনারা বিশ্বাস রাখুন—আমরা ঐক্যবদ্ধভাবে এই জেলার মানুষের মুখে হাসি ফোটাতে পারব। মানবতার এই সংহতিই আমাদের চূড়ান্ত বিজয় এনে দেবে।’
শুভেচ্ছা জ্ঞাপনের সময় রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা জেলা ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মনি, সেলিমুল হাবিব সেলিম, অ্যাড. এম. এম. শাহজাহান মুকুল, আরিফ হোসেন জোয়ার্দার সোনা, মফিজুর রহমান মনা এবং চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্টের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু।