কুড়িগ্রামের চিলমারীতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের, শ্রমিক লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করেছেন চিলমারী পুলিশ। শুক্রবার (১৪ই নভেম্বর) রাতে চিলমারী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৫ই নভেম্বর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম। গ্রেপ্তার কৃত ৩নেতারা হলেন- জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সহ-সভাপতি সিদ্দিকুল ইসলাম (৩৬), অলী আহম্মেদ (৫৫) এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আঃ রাজ্জাক (৪৮)। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, আজ শনিবারে গ্রেপ্তারকৃত আসামিদেকে, পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি ।