বাগেরহাটের রামপালে সামাজিক জবাবদিহিতা টুলস বিষয়ে দিনব্যাপী ওরিয়েন্টশন সভা সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০ টায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে ও নাগরিক প্রকল্পের আওতায় এ অরিয়েন্টেশন সম্পন্ন হয়। রামপাল উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এম, এ সবুর রানা'র সভাপতিত্বে ওরিয়েন্টশন সভায় উপস্থিত সদস্যদের সামনে সামাজিক জবাবদিহিতার বিভিন্ন বিষয়ে তথ্যভিত্তিক আলোচনা করেন প্রবীণ সাংবাদিক ও সমাজকর্মী আহাদ উদ্দিন হায়দার। তিনি এ সময় স্থানীয় সরকারের সেবা কার্যক্রম, সরকারি সেবা গ্রাহনের অভিজ্ঞতা, জবাবদিহিতা কি, সামাজিক জবাবদিহিতা কি, সামাজিক নিরীক্ষা কি, সামাজিক নিরীক্ষার বিভিন্ন ধাপ, প্রশ্নপত্রের আলোকে নিরীক্ষা প্রতিবেন তৈরিসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণমূলক আলোচনা করেন। এ সময় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভিন দলগত উপস্থাপনা, পরিকল্পনা তৈরি ও বিধবা ও নিগৃহীতাদের ভাতা বিষয়ক প্রতিবেদন তৈরিসহ প্রতিবেদনের আলোকে সংলাপ /গণশুনানির বিষয়গুলি তুলে ধরেন। আলোচনায় অংশগ্রহণ করেন, ফোরামের সাধারণ সম্পাদক এ্যাঞ্জেল মৃধা, মোজাফফর হোসেন, মোতাহার মল্লিক, কবির আকবর পিন্টু, মো. মেহেদী হাসান, লায়লা সুলতানা, মুর্শিদা পারভিন, মারুদা খাতুন প্রমুখ। গণশুনানিতে প্যানেলের সদস্যরা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ওরিয়েন্টশন সভায় ৩০ জন সদস্য/ সদস্যা অংশগ্রহণ করেন।