চাঁপাইনবাবগঞ্জে বহুল প্রচলিত পাঠক প্রিয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে, শনিবার সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের মহাসচিব শহীন আকতারের সঞ্চালনায় ও এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক, দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি রিপন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাইনবাবগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজাবাবু।

এছাড়াও উপস্থিত ছিলেন, মাহিদুল ইসলাম ফরহাদ, দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি, মুশা মিয়া, চককীত্তি ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল ইসলাম, সোহেল রানা, সহ বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে মোঃ রিপন আলী বলেন, সাধারণ মানুষের কাছে দৈনিক ভোরের চেতনা পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। আগামীতেও দৈনিক ভোরের চেতনা দেশ এবং জাতি রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে। পাশাপাশি ভোরের চেতনা এই ২৭ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আলোচনা শেষে দৈনিক ভোরের চেতনা ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।