চুয়াডাঙ্গা জেলা সদরের দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়ন বিএনপি র অফিসের সামনে থেকে বোমা স্বাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, তিতুদহ বিএনপি র অফিসের সামনে কে বা কারা একটি বোমা স্বাদৃশ্য বস্তু রেখে যায়।স্হানীয় জনগন বোমা স্বাদৃশ্য বস্তু দেখে স্হানীয় ক্যাম্প পুলিশকে খবর দেয়।পুলিশ তৎক্ষনাত " ক্রাইম স্পটে উপস্হিত হয়ে বোমাটি উদ্ধার করে একটি বালি ভর্তি বালতিতে নিরাপদে রাখে।
খবর পেয়ে ঘটনাস্হলে অতিরিক্ত পুলিশ সুপার, দামুড়হুদা সার্কেলের সহকারি পুলিশ সুপার, দর্শনা থানা অফিসার ইনচার্জ উপস্হিত হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন।
পুলিশ সূত্র জানায়, বোমাটি আসলে ককটেল নাকি বোমা তা একমাত্র বোমা ডিসপারেট টিমই বলতে পারবেন।রাজশাহী র্যাবের বোমা ডিসপারেট টিমকে তিতুদহে আসার জন্য বলা হয়েছে।তারা এসে পৌছালেই "বোমাটি বিষ্ফোরন" ঘটিয়ে ধ্বংস করবেন।#