মোঃ আব্দুর রহমান হেলাল ভোলা জেলা প্রতিনিধি:-
বোরহানউদ্দিনে জামায়াতের ৩০ কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন—এ ধরনের সংবাদকে “সম্পূর্ণ অসত্য, মনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৪ নভেম্বর) পাঠানো বিবৃতিতে তারা জানায়, সংবাদে যাদের নাম তুলে ধরা হয়েছে, তারা জামায়াতের কোনো স্তরের সদস্য নন। এমনকি ‘জয়েন্ট সেক্রেটারি’ হিসেবে যে পরিচয় প্রদান করা হয়েছে, সেটি জামায়াতের সাংগঠনিক কাঠামোর সঙ্গে কোনোদিনই মিল নেই।
“দৃশ্য সাজিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়েছে”
জামায়াতের অভিযোগ—ভোলা–২ আসনে বিএনপি প্রার্থী হাফেজ ইব্রাহিমের সংবর্ধনা অনুষ্ঠানে কিছু টুপি-দাড়িওয়ালা ব্যক্তিকে দাঁড় করিয়ে ‘জামায়াত কর্মীর যোগদান’ নামে সাজানো দৃশ্য ধারণ করা হয়েছে।
তারা বলছে, এটি স্থানীয় বিএনপির “সংগঠনগত দুর্বলতা ঢাকতে তৈরি রাজনৈতিক নাটক”।
“লোভ–লালসার সাথে জামায়াতের রাজনীতি জড়িত নয়”
বিবৃতিতে জানানো হয়, জামায়াতে ইসলামীতে সদস্য হতে দীর্ঘ প্রশিক্ষণ, নৈতিক যাচাই ও কোরআন–সুন্নাহভিত্তিক শিক্ষা গ্রহণ করতে হয়।
সে কারণে ব্যক্তিগত সুবিধা বা স্বার্থে দল ত্যাগ করে অন্য দলে যোগ দেওয়ার প্রশ্নই আসে না বলে মন্তব্য করে উপজেলা জামায়াত।
“মিথ্যা প্রচারণায় আমরা বিচলিত নই”
বিবৃতিতে আরও বলা হয়—
> “ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র ব্যবস্থাই আমাদের লক্ষ্য। ভুয়া প্রচারণা বা সাজানো নাটক আমাদের অবস্থান পরিবর্তন করতে পারবে না।”---
তারিখ: ১৪ নভেম্বর ২০২৫
যোগাযোগ: ০১৮১৬৫৯৫৫৮১